ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে আ.লীগের সমাবেশে ২ লঞ্চে এলেন সোনারগাঁয়ের ১৫ হাজার নেতাকর্মী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
না.গঞ্জে আ.লীগের সমাবেশে ২ লঞ্চে এলেন সোনারগাঁয়ের ১৫ হাজার নেতাকর্মী 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সমাবেশ সফল করতে সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি লঞ্চে করে নৌপথে যোগদান করছেন নারায়ণগঞ্জে।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট থেকে নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আহ্বানে দেশ বাঁচাতে সমাবেশের উদ্দেশ্যে রওনা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, জয় বাংলা স্লোগানে নেতাকর্মীদের বিশাল ঢল নামে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায়। সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মেঘনাঘাটে এসে উপস্থিত হন। তিন তলা বিশিষ্ট দুটি লঞ্চ নেতাকর্মীদের নিয়ে আসে।  


সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া জানান, আমরা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এ কে এম শামীম ওসমানের ডাকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগদান করছি। এর আগে আমরা প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি, বৈঠক করেছি।  

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগদানের মাধ্যমে আজ আবার প্রমাণ করেছেন তারা দলের সঙ্গে রয়েছেন বলেও মন্তব্য করেন স্থানীয় এই নেতা।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।