ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি রনি, সম্পাদক সাগর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, সেপ্টেম্বর ১৮, ২০২৩
ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি রনি, সম্পাদক সাগর

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত ডেমরা থানা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে  মহিবুর রহমান ভূইয়া (রনি) সভাপতি এবং আকরামুল হক সাগর সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।  

সোমবার(১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন রিয়াজুল ইসলাম মুন্না, আবু বক্কর সিদ্দিক, সুজন হক ও রাতুল আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল রায়হান তালুকদার, সাকির হোসেন শান্ত ও নওশাদ রায়হান সিফাত।

সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন এ এস এম ইব্রাহীম ভূইয়া শাওন, মিনালউর রহমান রাফি, মাইনুল হাসান পরান, হৃদয় হোসেন ও সালমান ঢালী।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি সিদ্ধান্ত মোতাবেক, মেয়াদউত্তীর্ণ হাওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত ডেমরা থানা ছাত্রলীগ ও সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ০১ (এক) বছরের জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত ডেমরা থানা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হলো।

বাংলাদেশ সময়ঃ ১৪৩০, ১৮ সেপ্টেম্বর   
এনবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।