ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতা জেলহাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
ময়মনসিংহে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতা জেলহাজতে

ময়মনসিংহ: বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে তাদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

তারা হলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান চান।  

এর আগে সোমবার ময়মনসিংহ নগরের পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, সম্প্রতি ময়মনসিংহ মহানগর থেকে এ পর্যন্ত ১৮ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ছয়শ নেতাকর্মীর নামে গায়েবি মামলা দায়ের করা হয়েছে। এতে প্রমাণ হয়, বর্তমান সরকার জনগণের আন্দোলনে বেসামাল হয়ে পড়েছে। তাদের পতন অনিবার্য।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।