ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু করছে আ. লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু করছে আ. লীগ

ঢাকা: নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা আহ্বান করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির এটি প্রথম সভা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সঞ্চালনা করবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।