ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪ এএম, সেপ্টেম্বর ৩০, ২০২৩
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক

ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণ-আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের সঙ্গে গণ অধিকার পরিষদের (নুর নেতৃত্বাধীন) নেতাদের বৈঠক হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে রাত ৮টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।  

গণ-অধিকার পরিষদের প্রতিনিধিদলে ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, ফাতেমা তাসনিম, সহ-সভাপতি নাজমুস সাকিব, মীর মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল ও মাজেদুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
টিএ/আরএইচ

বাংলাদেশ সময়: ১২:০৪ এএম, সেপ্টেম্বর ৩০, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ