ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সময় থাকতে ভদ্রভাবে চলে যান: রব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সময় থাকতে ভদ্রভাবে চলে যান: রব ফাইল ছবি

ঢাকা: সরকারকে উদ্দেশ্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, সময় থাকতে ভদ্রভাবে চলে যান। জনগণ ধরলে আমাদের বাঁচানোর পথ থাকবে না।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ও দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে রাজধানীর মতিঝিল আইডিয়াল হাই স্কুলের সামনে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে তিনি এ কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, সরকার দেশের স্বার্থ বাদ দিয়ে নিজেদের স্বার্থের জন্য সবকিছু লুটপাট করছে। দেশকে বিলিয়ে দিচ্ছে।

তিনি বলেন, এবার যদি দিনের ভোট রাতে করেন, তাহলে পালানোর পথ খুঁজে পাবেন না। আপনাদের অবস্থা খুবই খারাপ হবে।

তিনি আরও বলেন, দেশ জনগণের, তাই তাদের কাছে বুঝিয়ে দিয়ে আপনাদের চলে যেতে হবে। যত রক্ত লাগে দেব। তবুও দেশকে এই অত্যাচারীদের হাত থেকে রক্ষা করব।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।