ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেক কেন তার মাকে দেখতে আসে না: শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
তারেক কেন তার মাকে দেখতে আসে না: শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন তার খালেদা জিয়াকে দেখতে দেশে আসে না? 

শনিবার (অক্টোবর ১৪) বিকেলে রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন শেখ হাসিনা।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপনারা খালেদা জিয়ার জন্য অনশন করেন।

ছেলে (তারেক জিয়া) কেন মাকে দেখতে আসে না?

তিনি বলেন, বিএনপি নেতারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চায়। নেবেটা কে, যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে?

গত ৭ অক্টোবর উদ্বোধন হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সেদিন উদ্বোধন উপলক্ষে একটি সুধী সমাবেশ হওয়ার কথা ছিল।

তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় সে সময় সমাবেশটি অনুষ্ঠিত হয়নি। আজ শনিবার (১৪ অক্টোবর) সেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকে সমাবেশস্থলে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তখন থেকেই মিছিল-স্লোগানে উৎসব মুখর হয়ে আছে পুরো এলাকা।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমইউএম/এসকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।