ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

যৌক্তিক সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
যৌক্তিক সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন

বরিশাল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, নির্বাচনের পরিস্থিতি বিরাজমান। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা বিলম্ব করছে অন্তর্বর্তী সরকার।

অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা উচিত না, আর সেটা দেশের মানুষও চাচ্ছে। সে কারণে নির্বাচিত সরকার খুব জরুরি। সেজন্য দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা প্রয়োজন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বরিশাল নগরের নবগ্রাম রোড চৌমাথা এলাকায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণের সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

রহমাতুল্লাহ আরও বলেন, একটি রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার সংস্কার না করলে সেই সংস্কারের প্রতি জনগণের সমর্থন থাকে না। জনগণের সমর্থিত সরকারই সকল সংস্কার করতে পারে। এখন অন্তর্বর্তী সরকারের উচিৎ একটি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু করে নির্বাচন দেওয়া।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের দেশ প্রেম, গণতন্ত্র প্রেম, সততা-সাহসিকতার কাছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বার বার পরাজিত হয়েছেন। যেখানে নেতা এবং শাসক হিসেবে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিনসহ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।