ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক দফা দাবিতে নগরে লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদের ব্যানারে পেশাজীবী কনভেনশনের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন তারা।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মানুষের ভোটের অধিকার নেই। দেশে দুর্ভিক্ষজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্নীতির মাধ্যমে এদেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। তাই আমাদের নেতা তারেক রহমান এ সরকারকে উৎখাত করে এক দফার আন্দোলনের ডাক দিয়েছেন। সে এক দফার প্রতি আজ ৯০ ভাগ মানুষের সমর্থন রয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়েই এক দফা দাবি আদায় করবো।

সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা আগামী ২৮ অক্টোবর তারেক রহমান যে মহাসমাবেশের ডাক দিয়েছেন আমরা সে সমাবেশে সবাইকে দলমত নির্বিশেষে এক দফা দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নের আবেদন জানাচ্ছি। এখানে অনেক গডফাদাররা কথা বলে। আমরা ওদের রক্তচক্ষুকে ভয় পাই না।

এ সময় মহানগর বিএনপি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।