ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
‘সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে’ বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

বাগেরহাট: জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ২৮ অক্টোবর আমাদের মহাসমাবেশ। এর পরেও আমাদের আন্দোলন চলবে।

কখনও সমাবেশ, কখনও মহাসমাবেশ, কখনও অবরোধ, কখনও ঘেরাও, কখনও জনতার ডাক। এভাবেই আমাদের আন্দোলন চলবে। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।  

রোববার (২২ অক্টোবর) বিকেলে শহরের বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে ২৮ অক্টোবরের সমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সরকারের ভিত নড়ে গেছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জয় আমাদেরই ইনশাআল্লাহ।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন, বিএনপি নেতা  অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি ও ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

সভায় বাগেরহাট জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।