ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর আরামবাগ মোড়ে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর দুইটা ১০ মিনিটে এই মহাসমাবেশ শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
উপস্থাপনা করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
টিএ/এসআইএ