ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ময়মনসিংহে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ 

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে অবরোধের সমর্থনের মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা৷ এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর পাটগুদাম রেললাইন এলাকায় এ বিক্ষোভ মিছিল ও ধাওয়ার ঘটনা ঘটে।

 

মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।  

এ সময় মিছিলটি নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে বের হয়ে অবরোধ সমর্থনে স্লোগান দেয়। পরে মিছিলটি আলীয়া মাদরাসা রেলক্রসিং পৌঁছালে পুলিশের প্রতিরোধের মুখে পড়ে৷  

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে রাস্তার পাশে থাকা বিআরটিসির বাসসহ কয়েকটি যানবাহনের গ্লাস ভেঙে যায়।

মিছিলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা।  

এদিকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব-পুলিশের পাশাপাশি বিজিবির টহল চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।