ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
লক্ষ্মীপুরে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিএনপি এবং জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে।  

অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের আলীয় মাদরাসা সংলগ্ন এলাকা, ইটেরপুল, রামগতি সড়কের মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন পিকেটাররা।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা সটকে পড়েন। এসময় পুলিশ সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দেয়।  

এদিকে সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোনো বাস এবং ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে সিএনজি চালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বেশিরভাগ দোকানপাট খোলা আছে।  

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।