ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাতেও অবরোধের চেষ্টা ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
রাতেও অবরোধের চেষ্টা ছাত্রদলের

বরিশাল: হঠাৎ করেই বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় অবরোধের সমর্থনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা জানান, জেলা ছাত্রদলের নেতারা মঙ্গলবার রাতে মহাসড়কের পাশে থাকা গাছের গুড়ি রাস্তায় ফেলে অবরোধ করেন। এরপর আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে স্লোগান দেন। জেলা ছাত্রদলের নেতা সবুজ আকন তার সহযোগী রনি-মুন্নাসহ ৫-৭ জন এ কাজ করেছেন।

প্রায় ৩০ মিনিট ধরে চলা ওই কর্মসূচির এক পর্যায়ে থানা পুলিশের সদস্যরা এলে সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল করে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবাই পালিয়ে যায়। তাই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।   তারা কোনো যানবাহনের ক্ষতি করারও সুযোগ পায়নি।

এদিকে মঙ্গলবার রাতে এক বিএনপি নেতাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
এমএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।