ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুয়াকাটা পৌর মেয়রকে মারধর, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
কুয়াকাটা পৌর মেয়রকে মারধর, আহত ১০ মেয়র আনোয়ার হাওলাদার

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কুয়াকাটা পৌরসভার মেয়রসহ ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।  

পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেছেন মেয়র আনোয়ার হাওলাদার।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় এসি মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।  

পৌর মেয়র আনোয়ার হাওলাদার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে আমিসহ ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলার সময় বারেক মোল্লা বারবার আমাকে আওয়ামী লীগের সব প্রোগ্রাম বর্জন করতে হুমকি দিয়েছেন।

তিনি বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব অবগত আছেন। এছাড়া দক্ষিণ অঞ্চলে আবুল হাসনাত আবদুলকে অবগত করব। দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বলেও জানান তিনি।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নেই। মেয়রের সঙ্গে কিছু বিতর্কিত লোক ছিল, তাদের আওয়ামী লীগের মিছিলে না রাখতে বলা হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দস্তাদস্তি করে।  

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো লিখতে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।