ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন আটক জহির উদ্দিন স্বপন

ঢাকা: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের একটি দল তাকে আটক করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, 'সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে আটক করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী শাসকগোষ্ঠীর চলমান কর্মকাণ্ডে প্রতীয়মান হচ্ছে যে তারা দেশের মানুষকে চায় না, তারা চায় এ দেশের ভূমি ও সম্পদ। যাতে দখলবাজি ও লুটতরাজ চালিয়ে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় গড়া যায়। আর এ জন্য তারা বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী দমন অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতার শিকার হলেন জহির উদ্দিন স্বপন। '

জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
ইএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।