ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুর জেলা বিএনপির নেতা পাপ্পু গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
সৈয়দপুর জেলা বিএনপির নেতা পাপ্পু গ্রেপ্তার এরশাদ হোসেন পাপ্পু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর জেলা বিএনপির নেতা এরশাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাপ্পু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

 

শুক্রবার (৩ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাপ্পুকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ।

জানা গেছে, জেলা শহরের নয়াবাজার বান্নিচাদ রোড হোমিও কলেজ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।