ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নাশকতা যতক্ষণ চলবে আ. লীগের নেতাকর্মীরাও ততক্ষণ পাহারায় থাকবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
‘নাশকতা যতক্ষণ চলবে আ. লীগের নেতাকর্মীরাও ততক্ষণ পাহারায় থাকবে’ কথা বলছেন ওবায়দুল কাদের ৷

ঢাকা: নাশকতা, গাড়ি ভাঙচুর ও নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও ততক্ষণ পাহারায় থাকবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান৷
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্য সচিব করা হয়েছে ৷ এ বিষয়টিও ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নাশকতা, গাড়ি ভাঙচুর ও নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে ততক্ষণ সরকারের পাশাপাশি সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সতর্ক পাহারায় থাকবেন৷

ওবায়দুল কাদের আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে ৷

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।