ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
টাঙ্গাইলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইল: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  

শনিবার (১১ নভেম্বর) দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন- সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল করিম চঞ্চল, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা এ সময় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।