ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্ধশত বাসযোগে না.গঞ্জ যুবলীগের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্ধশত বাসযোগে না.গঞ্জ যুবলীগের যোগদান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মীরা প্রায় অর্ধশত বাসযোগে ঢাকায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগদান করেছেন।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনুর নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগদান করেন।

এর আগে সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে অর্ধশত বাসযোগে ঢাকায় রওয়ানা দেন নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, যুবলীগের দলীয় পতাকা, ক্যাপ ও টি-শার্ট পরিধান করেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু বলেন, আমাদের নেতা সিংহপুরুষ শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মীরা অর্ধশত বাসযোগে ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগদান করছি। এছাড়া বিএনপি-জামায়াতের নাশকতা রোধে শামীম ওসমানের নির্দেশে ও নেতৃত্বে আমরা রাজপথে আছি। অবরোধে গত দুদিনে আমাদের শক্ত অবস্থানের কারণে কোনো ধরনের নাশকতা করতে পারেনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।