ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

তফসিলকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
তফসিলকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ ছাত্রলীগের আনন্দ মিছিল আনন্দ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

তফসিল ঘোষণার পর জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক ঘুরে দুই নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত করে।

মিছিলে মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী প্রান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।