ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতার অভিযোগে এজিবি কলোনি থেকে ছাত্রদলের ২ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
নাশকতার অভিযোগে এজিবি কলোনি থেকে ছাত্রদলের ২ কর্মী আটক আটক: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল এজিবি কলোনী কাাঁচাবাজার এলাকা থেকে নাশকতার প্রস্তুতিকালে ছাত্রদলের ২ কর্মীকে হাতেনাতে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

সোমবার (২০ নভেম্বর) সকালে মতিঝিল এজিবি কলোনি কাাঁচাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, মতিঝিল এজিবি কলোনি কাাঁচাবাজার এলাকায় নাশকতার প্রস্তুতিকালে ২ দুষ্কৃতকারীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা ছাত্রদল করেন বলে জানায়।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।