ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভিক্টোরিয়া কলেজের প্রধান সহকারীর ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ভিক্টোরিয়া কলেজের প্রধান সহকারীর ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রধান সহকারী মাজহারুল ইসলামের ওপর কলেজ ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২১ নভেম্বর কর্মবিরতির ঘোষণা দিয়েছে কলেজের কর্মচারী সমিতি।

সোমবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কলেজ অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।  

কলেজ সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কলেজের প্রাণিবিদ্যা সমিতির একটি অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। প্রোগ্রামের ভেন্যু নির্ধারণ করতে প্রাণিবিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষক ও কলেজের প্রধান সহকারী অডিটোরিয়ামের দিকে আসছিলেন। এ সময় কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা জোবায়ের ও আবদুর রহমান বাবুর নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা দুইজনকে বেধড়ক মারধর করছেন এমন দৃশ্য দেখতে পান। ভিক্টোরিয়া কলেজের প্রধান সহকারী কলেজ প্রাঙ্গণে মারধর না করার অনুরোধ জানান। এসময় ছাত্রলীগের বাবু প্রধান সহকারী মাজহারুল ইসলামের ওপর চড়াও হন। তাকে কিল-ঘুষি মেরে আহত করেন তারা। এছাড়া ওই দুই ছাত্রকেও প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে ছাত্রলীগ।  

ভিক্টোরিয়া কলেজের প্রধান সহকারী মাজহারুল ইসলাম জানান, কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপর হামলা করে। কলেজ প্রাঙ্গণে খুনোখুনি হলে আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে, ওই চিন্তা থেকেই তাদের মারধর করতে নিষেধ করি।

কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, ঘটনাটি শোনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। আমরা বিষয়টি দেখছি।

বিকেল ৫টার দিকে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেব।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।