ঢাকা: দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে দ্বিতীয় দিনের এ কার্যক্রম শুরু হয়।
মনোনয়ন ফরম উত্তোলন ও জমা উপলক্ষে গত সোমবারের (২০ নভেম্বর) মতো এদিনও বনানীতে জাপা চেয়ারম্যান কার্যালয়ে উৎসবের আমেজ ও নেতা-কর্মীদের ভিড় চোখে পড়ে।
জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, প্রথম দিন প্রায় এক কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৫৫৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে।
গত সোমবার জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর সদর আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রওশন পুত্র সাদ এ আসনের সংসদ সদস্য।
আগামী শুক্রবার (২৪ নভেম্বর) থেকে রোববার (২৬ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (২৭ নভেম্বর) জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। প্রতি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
এর আগে গত সোমবার দুপুরে ১২টার দিকে মনোনয়ন ফরম বিক্রির শুরুতে দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন ফরম সংগ্রহ করেন। উপস্থিত থাকলেও দলের মহাসচিব মুজিবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ইএসএস/আরবি