ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘সন্ত্রাস, চাঁদাবাজ ও মব জাস্টিস’ বন্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জেবিডি'র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
‘সন্ত্রাস, চাঁদাবাজ ও মব জাস্টিস’ বন্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জেবিডি'র

ঢাকা: ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও মব জাস্টিস’ বন্ধের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাজনৈতিক সংগঠন জাগ্রত বাংলাদেশ (জেবিডি)।

এ সময় বক্তারা বলেন, গনঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে প্রতিবন্ধকতা সামনে এসেছে তারমধ্যে অন্যতম হলো সন্ত্রাস, চাঁদাবাজ ও মবের মত ঘৃণ্য কাজ।

এই ঘৃণ্য কাজ নির্মুলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাদ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন।

সমাবেশে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) এর সভাপতি আজমুল জিহাদ বলেন, ৭১ ও ২৪ কে হৃদয়ে ধারণ করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। তাই অকাতরে জীবন উৎসর্গ করেছি বৈষম্যহীন বাংলাদেশ,  শতভাগ মানুষের সমান মর্যাদা ও ন্যায্য সুবিধার বাংলাদেশ তৈরির স্বপ্ন নিয়ে। যেখানে শোষণ নিপীড়ন  চাঁদাবাজি মব থাকবে না। শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মান হবে। কিন্তু আমরা দেখছি তার সম্পূর্ণ উল্টো চিত্র। আমি বলতে চাই  হয় চাঁদাবাজি বন্ধ করেন, নয়তো ট্যাক্স নেওয়া বন্ধ করেন। ট্যাক্সও নিবেন, চাঁদাও নেবেন, দুটি একসঙ্গে চলতে পারে না। হয় সন্ত্রাসী মব বন্ধ করেন, নয়তো আদালত বন্ধ করেন। মব ও আদালত একসাথে চলতে পারে না।

সরকারি অফিসগুলোতে হয় ঘুষ বন্ধ করেন, নয়তো বেতন দেওয়া বন্ধ করেন। কারন ঘুষও নেবেন, বেতনও নেবেন, দু'টো একসঙ্গে চলতে পারে না।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূইয়া বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে এ পর্যায়ে উপনিত হয়েছি। ২৪ গনঅভ্যুত্থান আমাদের ইতিহাসের পাঠ পরিক্রমায় নতুন মাত্রা যোগ করেছে। আমরা ২৪ গনঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যে প্রতিবন্ধকতা সামনে এসেছে সেগুলো হলো  সন্ত্রাস, চাঁদাবাজ ও মবের মত ঘৃণ্য কাজ। এ ঘৃণ্য কাজ নির্মুলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাগ্রত বাংলাদেশ (জেবিডি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড মহিউদ্দিন মামুন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম পাপন, কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট এবিএম জোবায়ের, জাগ্রত বাংলাদেশ এর ঢাকা দক্ষিণ এর সদস্য সচিব সৌরভ হোসেন, জাগ্রত নারী বাংলাদেশ এর আহ্বায়ক শেখ মহসিনা বুশরা, জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসমাইল হোসেন বিজয়, জুলাই বিপ্লব পরিষদের সদস্য সচিব মোদাচ্ছের তানভীর এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।