ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেট্রোরেল-কর্ণফুলী টানেল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে: সবুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
মেট্রোরেল-কর্ণফুলী টানেল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে: সবুর

ঢাকা: আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।  

মঙ্গলবার (২১ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আবদুস সবুর আওয়ামী লীগের ফরম জমা দিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ৷ 

তিনি নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন ৷

আবদুস সবুর বলেন, নৌকার মনোনয়ন পাওয়ার জন্য আমি শতভাগ আশাবাদী।

দলের পাশাপাশি দীর্ঘ ১৫ বছর এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি৷ 

দল আমাকে সুযোগ দিলে শেখ হাসিনার রূপকল্প ভিশন-২০৪১স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দাউদকান্দি-তিতাসকে তিলোত্তমা শহরে পরিণত করব।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ।  

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার ও সহসভাপতি এস এম কেরামত আলী।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।