ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফেনী: জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।  

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়।

ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আনম আব্দুর রহিম এবং শহর ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, অবৈধ নীতিভ্রষ্ট রায়ের মাধ্যমে সরকার জামায়াতে ইসলামীকে নির্বাচন থেকে দূরে রাখছে।

এ জন্য সরকারকে কঠিন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।