ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শুক্রবার থেকে জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:২০ পিএম, নভেম্বর ২২, ২০২৩
শুক্রবার থেকে জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হবে।

মঙ্গলবর (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।


 
এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম গ্রহণকারী নেতাদের মনোনয়ন বোর্ডের সঙ্গে সাক্ষাৎকার ২৪ নভেম্বর (শুক্রবার) বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে শুরু হবে, যা চলবে ২৬ নভেম্বর (রোববার) পর্যন্ত।

২৪ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকেল ৩টায় রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বনানী চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলাদেশ সময়: ৮:২০ পিএম, নভেম্বর ২২, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ