ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

মাদক-সন্ত্রাস নির্মূলের প্রতিজ্ঞা শামীম ওসমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
মাদক-সন্ত্রাস নির্মূলের প্রতিজ্ঞা শামীম ওসমানের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কথা দিচ্ছি। সব ভালো মানুষগুলোকে নিয়ে নারায়ণগঞ্জের কাজগুলো শেষ করবো, যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন।

বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের গলাচিপা এলাকায় ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, একটা জিনিস মারাত্মক ক্ষতি করছে আমাদের। আমি আল্লাহর ঘরে গিয়ে প্রতিজ্ঞা করেছি। নারায়ণগঞ্জ থেকে মাদক সন্ত্রাসের অবসান ঘটাবো। তবে এটা আমি একা পারব না। কে কোন দল করেন দেখার দরকার নেই ভালো মানুষগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আমি কবরে একলা যাবো। মাটি চাপা দেওয়ার পর কেউ সঙ্গে যাবে না। আজকে আমি এখানে। এ সম্মান কে দিয়েছে, আল্লাহ দিয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।