ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন পাননি হবিগঞ্জের দুই প্রভাবশালী এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
মনোনয়ন পাননি হবিগঞ্জের দুই প্রভাবশালী এমপি

হবিগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন হবিগঞ্জের বর্তমান দুই প্রভাবশালী এমপি হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খান এবং হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

আব্দুল মজিদ খানের পরিবর্তে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও শাহনওয়াজ মিলাদের পরিবর্তে ডা. মুশফিক হুসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মনোনয়ন তালিকা প্রকাশের পর দেখা যায়, এ দুটি আসন ছাড়া অন্য দুটি আসনে বর্তমান সংসদ সদস্যরা মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- হবিগঞ্জ ১ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য মো. আবু জাহির এবং হবিগঞ্জ ৪ আসনে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

নৌকা প্রতীক পাওয়া দুই নতুন মুখ হলো- ডা. মুশফিক হুসেন চৌধুরী। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ আব্দুল মজিদ খান বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। অন্যদিকে, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে।

এলাকার রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠা এই দুই নেতা দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ায় জোরেশোরে আলোচনা হচ্ছে। আনন্দ-উল্লাস করতে দেখা গেছে তার বিরুদ্ধের নেতাকর্মীদের।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এসএমে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।