ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ৬ আসনের ৩টিতে প্রার্থী বদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
সিরাজগঞ্জে ৬ আসনের ৩টিতে প্রার্থী বদল

সিরাজগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬ আসনের মধ্যে তিনটিতে নতুন প্রার্থী দিল আওয়ামী লীগ। বাকি তিন আসনের আগের প্রার্থীরাই বহাল রয়েছেন।

 

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত প্রার্থী তালিকা থেকে জানা যায়, সিরাজগঞ্জ ১, ৩ ও ৫ আসনে বর্তমান এমপিরা আবারও মনোনয়ন পেয়েছেন। বাদ পড়েছেন সিরাজগঞ্জ-২ আসনে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিরাজগঞ্জ-৬ মেরিনা জাহান কবিতা।  

প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (সদরের ৫ ইউনিয়ন ও কাজিপুর) আসনে বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনে (সদরের ৫ ইউনিয়ন ও কামারখন্দ) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) বর্তমান সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম।

সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়ন পাওয়া জান্নাত আরা হেনরী ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের কাছে পরাজিত হন। সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন পাওয়া শফিকুল ইসলাম শফি ও সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন পাওয়া চয়ন ইসলাম নবম জাতীয় সংসদের এমপি ছিলেন।  

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি (রোববার) একযোগে সারা দেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।