ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার অঙ্গীকার মান্নার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার অঙ্গীকার মান্নার

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বিবৃতিতে মান্না জানান, এই সরকারের অধীনে কোনো পাতানো প্রহসনমূলক নির্বাচনে অংশ নিবেন না। সেই সাথে তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারবিরোধী প্রতিটি আন্দোলন কর্মসূচি দেশের জনগণকে সর্বাত্মকভাবে পালন করার আহ্বান জানান তিনি।

মান্না বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে। যা আমার রাজনৈতিক আদর্শের পরিপন্থি। এই তথ্য ‘মিথ্যা, কাল্পনিক ও মনগড়া’। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।