ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নওগাঁর ৬টি আসনে জাপার মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
নওগাঁর ৬টি আসনে জাপার মনোনয়ন পেলেন যারা

নওগাঁ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর ৬টি সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনয়ন ঘোষণা করা হয়েছে।  

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এই নাম ঘোষণা করেন।

 

মনোনয়ন প্রাপ্তরা হলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে মো. আকবর আলী কালু, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মো. মাসুদ রানা, নওগাঁ-৪ (মান্দা) আসনে মো. আলতাফ হোসেন মণ্ডল, নওগাঁ-৫ (সদর) আসনে ইফতারুল ইসলাম বকুল এবং নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে অ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।