ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় এলেন মায়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় এলেন মায়া

চাঁদপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর-বিক্রম) নৌকা মার্কার মনোনয়ন পেয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকায় এসেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলায় প্রবেশ পথে গালিমখাঁ বাংলা বাজার বেড়িবাঁধের ওপর এলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী তাকে স্বাগত জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে দলীয় প্রার্থী দেয় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। চাঁদপুর-২ আসনে নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসেবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাম ঘোষণা করেন তিনি।  

এর আগেও গত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন মায়া। পরে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রিয় নেতাকে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল করে এসে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। পরে বেলতলীয়, কালীপুর, ষাটনল, সটাকী, দশানী বেড়িবাঁধ হয়ে নিজ বাড়ি মোহনপুর এলাকায় যান তিনি। সেখানে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মায়া।

এ সময় উপজেলা আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ. লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।