ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার আসনে মনোনয়ন জমা দিলেন নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
খালেদা জিয়ার আসনে মনোনয়ন জমা দিলেন নাসিম

ফেনী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সংসদীয় আসন ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ায়) - এ দলীয় মনোনয়ন জমা দিয়েছেন শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।  

বুধবার (২৯নভেম্বর) বেলা ১১টার দিকে পরশুরাম উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার আফরোজা হাবিব শাপলার কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভা মেয়র সাজেল চৌধুরী।  

উল্লেখ্য, এ আসনটিতে খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।