ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপি হওয়ার আশায় করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমপি হওয়ার আশায় করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খাঁন আওলাদ পদত্যাগ করেছেন।  

গত সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

 

নাসিরুল ইসলাম খাঁন আওলাদ কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আওলাদ জানান, সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতেই নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনে এ আসনে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।  

নাসিরুল ইসলাম খাঁন আওলাদ গত নির্বাচনে করিমগঞ্জ উপজেলা পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২২ বছর ধরে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।