ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লার হেভিওয়েট আসনে মনোনয়নপত্র নিলেন এমপি সীমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
কুমিল্লার হেভিওয়েট আসনে মনোনয়নপত্র নিলেন এমপি সীমা

কুমিল্লা: কুমিল্লা-৬ (সদর, সিটি করপোরেশন, সেনানিবাস) আসনে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।  

বুধবার (২৯ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তার অনুসারীরা।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা আ. লীগের উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠু, আ. লীগ নেতা জাকির হোসেন, চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ডা. আজম খান নোমানসহ নেতাকর্মীরা।

কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সীমা তার বিপরীতে নির্বাচন করবেন।  

অপরদিকে ২৭ নভেম্বর নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আ ক ম বাহাউদ্দিন বাহার।  

এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।