ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

২৮ অক্টোবরে গ্রেপ্তার, কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
২৮ অক্টোবরে গ্রেপ্তার, কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার ধামলই এলাকার গিয়াস উদ্দিন খানের ছেলে আসাদুজ্জামান হিরা খান (৪৫)। তিনি কাওরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

গত গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে আটক হয়েছিলেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বন্দির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বুকে ব্যথা শুরু হলে অসুস্থ হয়ে পড়েন আসাদুজ্জামান। এসময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে  আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়েছিল। পরে ১০ নভেম্বর তাকে কাশিমপুর কারাগার-২ এ নেওয়া হয়।

শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিয়ে বিকালে ট্রেনযোগে শ্রীপুর রেলস্টেশনে এসে নামলে শ্রীপুর থানার পুলিশ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিষ্ফোরক মামলা দিয়ে কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।