ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরিকদের সঙ্গে শিগগিরই সমঝোতা হবে: হাছান মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
শরিকদের সঙ্গে শিগগিরই সমঝোতা হবে: হাছান মাহমুদ

ঢাকা: শরিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তাদের সঙ্গে সমঝোতা হবে বলে আশা করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে সাংবাদিকরা জানতে চান শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কী ধরনের সিদ্ধান্ত আসবে। জবাবে মন্ত্রী বলেন, শরিকদের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশা করছি খুব শিগগির তাদের সঙ্গে সমঝোতা হবে।  

তিনি বলেন, আর স্বতন্ত্র প্রার্থী সব সময় নির্বাচনে থাকে। আমাদের দল থেকে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আবার আমাদের দল করেন না, এমন অনেকেই হয়েছেন। এ স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বাতিল হয়েছিলেন। প্রথম দিন আপিলের পর ৫০ শতাংশের বেশি প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পান। আমি মনে করি, তাদের অংশগ্রহণ নির্বাচনকে উৎসবমুখর করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে।  

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আপনাদের দলের অবস্থানটি কী, জানতে চাইলে তিনি বলেন, দলের অভ্যন্তরে এ নিয়ে আলোচনা হয়নি, প্রয়োজন হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে বদলি করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের বিরোধী প্রার্থীরা বলেছেন ডিসি আওয়ামী লীগের পক্ষ নিয়েছে বা সেভাবে কাজ করছে না, এতে কি আপনি মনে করেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা দেখাচ্ছে এবং সরকার কোনো হস্তক্ষেপ করছে, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার তো কোনোভাবেই কোনো কিছু হস্তক্ষেপ করছে না। করার কোনো সুযোগও নাই। কারণ তফসিল ঘোষণার পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিগুলো নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হয়। ফলে তাদের পোস্টিং (পদায়ন)-বদলি সব কিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। কোনো কিছু করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগে। নির্বাচন কমিশন নির্দেশ দিলে সরকার তা করতে বাধ্য।  

তিনি বলেন, এই যে বিভিন্ন ওসি, ইউএনও, ডিসি বদলি,- তা এত ব্যাপকভাবে আগে কখনো হয়নি। এতেই প্রমাণিত হয় নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। পাশাপাশি সরকার নির্বাচন কমিশনকে সব দিক থেকে সহায়তা করছে।  

তথ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে অনেকেই অনেক ধরনের শঙ্কা-আশঙ্কার কথা বলেছেন, বিদেশি পর্যবেক্ষক আসবে কি না, তা নিয়ে নানাজনের নানা মত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্য অনেক দেশ সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ দেশি-বিদেশি সংস্থা, ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি পর্যবেক্ষক পাঠাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে।  

তিনি বলেন, সবসময় যেভাবে পর্যবেক্ষক আসে, ঠিক সেভাবেই আসবে। এতেই প্রমাণিত হয়, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মানুষ ও দেশ পুরোপুরিভাবে নির্বাচনমুখী হয়েছে।  

তিনি আরও বলেন,‌ পর্যবেক্ষকদল পাঠাবে কি পাঠাবে না, এ নিয়ে যারা দোলাচলে ছিল, তারা এখন সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে পর্যবেক্ষকদল পাঠাবে। আমি মনে করি, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসা মানেই তা একটি সুষ্ঠু, সুন্দর ও ভালো নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক। প্রধানমন্ত্রী বারংবার ব্যক্ত করেছেন, নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে সহায়তা করা হবে, যাতে করে একটি সুষ্ঠু,সুন্দর ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়।  

হাছান মাহমুদ বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন নির্বাচন কমিশন কিছু বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। যেমন, বিভিন্ন থানার ওসি, ইউএনও, ডিসিকে বদলি করেছে। আগের নির্বাচন কমিশনগুলো এত ব্যাপক হারে করেনি। অর্থাৎ নির্বাচন কমিশন যে নিরপেক্ষ কাজ করছে, সেটির প্রমাণ হলো এই যে ব্যাপক হারে বদলি।

তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং এখনও নির্বাচনকে বাধা দেওয়ার পক্ষে যারা ক্রমাগতভাবে অবরোধ ডাকছে, তারাও বুঝতে পারছে নির্বাচন সুন্দর, স্বচ্ছ হবে এবং ব্যাপক হারে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে বিদেশি পর্যবেক্ষকরা আসতে সম্মত হয়েছে।  

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা নিয়ে যে নিবন্ধ বের হচ্ছে, সেগুলো জনগণ উৎসাহ নিয়ে পড়ছে। আমিও পড়ছি। এসব নির্বাচন প্রক্রিয়ার অংশ। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া যে স্বচ্ছ সেটিরও বহিঃপ্রকাশ। সব দেশে কিন্তু এভাবে হলফনামা প্রকাশ করা হয় না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর এবং প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি তার ট্যাক্স ফাইল প্রকাশ্যে আনেননি। আর আমাদের দেশে ট্যাক্স ফাইল প্রকাশ করা বাধ্যতামূলক। উন্নত অনেক দেশের চেয়ে আমাদের নির্বাচনী আইন এবং এর পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া অনেক বেশি শক্তিশালী।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।