ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আলফাডাঙ্গায় ইউনিয়ন আ.লীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
আলফাডাঙ্গায় ইউনিয়ন আ.লীগের কমিটি বিলুপ্ত

ফরিদপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

উপজেলা আওয়ামী লীগের বিবৃতি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাসহ দলীয় অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করছে না আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ ওয়ার্ড কমিটির নেতারা। তারা আওয়ামী লীগের নিয়মনীতির তোয়াক্কা না করে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন।  

বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ একাধিকবার বলার পরেও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক সম্পাদক ফরিদ হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে উপজেলা আওয়ামী লীগ আজ বুধবার বিকেলে এক বিবৃতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। বিলুপ্ত কমিটির চিঠিটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগ বরাবর অনুলিপি পাঠিয়েছেন।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন বলেন, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেন। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেই চলেছেন। তাই জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।