ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাপার পুষ্পস্তবক অর্পণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাপার পুষ্পস্তবক অর্পণ

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি চেয়ারম্যানের পক্ষে প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু পুষ্পস্তবক অর্পণ করেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পার্টি নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব মো. সামছুল হক, মো. বেলাল হোসেন, জাতীয় যুব সংহতি’র সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম সাংগঠনিক মো. হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম দুলাল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান শিপন, আলমগীর হোসেন, আলমাস উদ্দিন, মহানগর উত্তরের নেতাদের মধ্যে মো. মাহফুজ মোল্লা, ড. নাসির উদ্দিন বকুল, রাজ মো. উমর ফারুক, চিশতী খায়রুল আবরার শিশির, নজরুল ইসলাম মুকুল, এসএম হাশেম, আবুল বাশার, শওকত হোসেন দুলাল, আসাদ খান, হাবিবুর রহমান হাবিব, রিয়াজ, ফারুক আহমেদ, আব্দুর রহিব, আরজু, যুব সংহতি’র দুলাল মৃধা, আমান উল্লাহ সরকার, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, পারভেজ।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।