ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হাঁটুতে অস্ত্রোপচার করতে দিল্লি গেলেন মেজর হাফিজ উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, ডিসেম্বর ১৪, ২০২৩
হাঁটুতে অস্ত্রোপচার করতে দিল্লি গেলেন মেজর হাফিজ উদ্দিন

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসা করাতে দিল্লি গেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্ত্রী দিলারা হাফিজসহ হাফিজ উদ্দিন আহমেদের যাওয়ার কথা ছিল। সেদিন বিমানবন্দর ইমিগ্রেশন তাকে যেতে দেয়নি। কিন্তু তার স্ত্রী গিয়েছেন।

শায়রুল কবির বলেন, হাফিজ উদ্দিনকে বিদেশ যাওয়ার বিষয়ে বাধা দেওয়ায় বুধবার (১৩ ডিসেম্বর) হাইকোর্ট এডভোকেট রুহুল কদ্দুস কাজল রিট করেন। আজ তিনি গিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।