ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান বদিউজ্জামান সোহাগের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান বদিউজ্জামান সোহাগের

খুলনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। নির্বাচনে সর্বাধিক সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এ আশাবাদও ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে খুলনাস্থ মোড়েলগঞ্জ ও শরণখোলাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন বদিউজ্জামান সোহাগ।

খুলনাস্থ মোড়েলগঞ্জ ও শরণখোলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জজ কোটের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট বীরেন্দ্র নাথ সাহা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন।

বদিউজ্জামান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোড়েলগঞ্জ ও শরণখোলাবাসীকে অত্যন্ত ভালোবাসেন। এ অঞ্চলের কোনো প্রকল্প একনেকে গেলে তিনি ফিরিয়ে দেননি। যার প্রমাণ আমরা পেয়েছি। প্রত্যন্ত এলাকায় যে আঞ্চলিক মহাসড়ক করে দিয়েছেন সেটা আমাদের কাছে অকল্পনীয়। এ ছাড়া তিনি পানগুছি ব্রিজের প্রকল্পও পাস করে দিয়েছেন। আমরা ভাবতে পারিনি তিনি এতো সহজে এ প্রকল্প পাস করে দেবেন। আপনারা ঘরে ঘরে এ উন্নয়নের মেসেজগুলো পৌঁছে দেবেন। মোড়েলগঞ্জ ও শরণখোলায় যে সমস্যাগুলো রয়েছে তা আমি চিহ্নিত করেছি। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সে সমস্যাগুলো সমাধান করবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- খালিশপুর জুট মিলের প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, ডা. রাজি মণ্ডল, বটিয়াঘাটা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা, কেএমপি পুলিশ পরিদর্শক ইমদাদুল হক, এমএম সিটি কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান, খুলনা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, বি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেন, ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুল্লাহ, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সোনাডাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, আব্দুল আলীম, খুলনাস্থ শরণখোলা কল্যাণ সমিতির সভাপতি মো. মহিউদ্দিন বাদল, খুলনাস্থ শরণখোলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম, খুলনাস্থ শরণখোলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. সোলাইমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মোস্তফা, খুলনাস্থ শরণখোলা কল্যাণ সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম বাদল, মো. হাসানুজ্জামান হাসান, মো. মাহফুজুর রহমান, মো. কাইয়ুম, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল জলিল, মো. শহিদুল ইসলাম, কেসিসির ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, মাহফুজুর রহমান, সোহরাব হোসেন, মুকিত খান, সুলতান আহম্মেদ, আবু বক্কর মোল্লা, সবুজ খান, চিন্ময় মিত্র, জাহিদুর রহমান, সোহেল তালুকদার, নজরুল ইসলাম, সেলিম হাওলাদার, ইকবাল হোসেন, ডা. রাজিব মণ্ডল, ওবায়দুর রহমান, ব্যাংকার লাভলু হোসেন, জাহাঙ্গীর হাওলাদার, জাকারিয়া শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।