ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নৌকা প্রতীক নির্মাণ করে প্রচারণা করায় জরিমানা গুনলেন কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, ডিসেম্বর ১৭, ২০২৩
নৌকা প্রতীক নির্মাণ করে প্রচারণা করায় জরিমানা গুনলেন কর্মী

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নাগিরপাড় এলাকায় আওয়ামী লীগের এক কর্মী নৌকা প্রতীক নির্মাণ করে প্রচারণা চালানোর দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় আচরণবিধি না মানায় নৌকার প্রার্থী এ জেড এম শফিউদ্দিন শামীমের সমর্থক মো. বোরহান উদ্দিনকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮ বিধি অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং প্রতীকটি খুলে ফেলার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন প্রশাসন তাই করবে। আইনের দৃষ্টিতে সবাই সমান।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।