ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এমপি মুস্তফা লুৎফুল্লাহর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এমপি মুস্তফা লুৎফুল্লাহর

সাতক্ষীরা: নৌকা না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

প্রাথমিকভাবে ১৪ দলের জন্য ছেড়ে দেওয়া সাতটি আসনের মধ্যে সাতক্ষীরা-১ আসনে তাকে নৌকা প্রতীক দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের জন্য আসন ছাড়ে ছয়টি।

এতে নৌকা প্রতীক পাওয়ার সুযোগ বঞ্চিত হন মুস্তফা লুৎফুল্লাহ।

মুস্তফা লুৎফুল্লাহ গণমাধ্যমকে বলেন, ১৪ দলকে ৭টি আসনে ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সাতক্ষীরা-১ আসন সেই ৭টি আসনের মধ্যে ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত বদলেছে। সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তাই আমি নির্বাচনে যাচ্ছি না।

যদিও সোমবার মুস্তফা লুৎফুল্লাহকে ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক কাস্তে হাতুড়ি বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।