ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ঢাকা: ভোর থেকে সারাদেশে সন্ধ্যা পর্যন্ত বিএনপির ডাকা হরতাল চলছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় একদিনের এই হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

এরআগে, কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে।

এটি দলটির চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং ১১ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, সোমবারই এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।