ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকন্যাকে প্রধানমন্ত্রী করতে হবে: সেলিম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
বঙ্গবন্ধুকন্যাকে প্রধানমন্ত্রী করতে হবে: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী এ কে এম সেলিম ওসমান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও সরকার গঠনে সহযোগিতা করতে হবে। এটা করতে পারলে আগামী পাঁচ বছরে বাকি কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, আমার এখানে শান্তির চর হলে এটা ঢাকা নাকি কলাগাছিয়া বোঝা যাবে না। করোনায় আমরা অনেক পিছিয়ে গেছি। দুই বছর আমরা কোনো কাজ করতে পারিনি। আমরা শুধু চেষ্টা করেছি, কোনো মানুষ যেন মারা না যায়। করোনায় আল্লাহ যাদের মৃত্যু লিখে রেখেছেন তারা মারা গেছে। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

তিনি বলেন, এখানে উন্নতমানের কলেজের প্রয়োজন আছে। প্রতিটি ইউনিয়নে একটি করে হাইস্কুল আছে। আমাদের সন্তানদের সুশিক্ষিত করে তুলতে হবে। আমরা অত লেখাপড়া করিনি। ভবিষ্যৎ প্রজন্ম যেন সুশিক্ষিত হয়, প্রতিটি মানুষকে যেন তারা সহযোগিতা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।