ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরার উন্নয়নকে ধরে রাখতে চাই আপনাদের সঙ্গে নিয়ে: সাকিব আল হাসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
মাগুরার উন্নয়নকে ধরে রাখতে চাই আপনাদের সঙ্গে নিয়ে: সাকিব আল হাসান সাকিব আল হাসান

মাগুরা: মাগুরা শহরের ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নির্বাচনী সমাবেশ করেছেন।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মোল্লা পাড়া ঈদগাহ মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমামের সভাপতিত্বে বক্তব্য দেন-বিশ্বসেরা ক্রিকেটার নৌকার প্রার্থী সাকিব আল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, আরেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে সাকিব আল হাসান বলেন, আমি আপনাদের মাঝে এসেছি। উন্নয়নের ধারাকে ধরে রেখে আপনাদের নিয়ে কাজ করতে চাই। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন আপনারা।  

তিনি আরও বলেন, আমি যদি জয়ী হতে পারি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমার জায়গা থেকে সর্বাত্মক কাজ করব। আমি মাগুরার মানুষ।  মাগুরা থেকে পাওয়ার কিছু নেই। আমি মাগুরাবাসীকে কিছু দিতে চাই। আর তা যদি পারি তবে সারা জীবন শান্তি থাকবে মনের মধ্যে। এই সমাবেশে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের কিছু দিতে পারলেই আমি খুশি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ