ঢাকা: ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে প্রত্যক্ষভাবে পার্শ্ববর্তী দেশ থেকে এসে খবরদারি করছে। তারা বড় গণতান্ত্রিক দেশ।
শনিবার (২৩ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমাদের লড়াই শুধু কথা বলার স্বাধীনতার লড়াই নয়, এটি শুধু গণতন্ত্রের লড়াই নয়। এটি রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
রিজভী আরও বলেন, আমরা এক উপনিবেশের মধ্যে বসবাস করছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। আমাদের রাষ্ট্রীয় শক্তি নেই। কিন্তু আমাদের আছে জনগণ। এর সঙ্গে আন্তর্জাতিক গণতান্ত্রিক শক্তি হিসেবে আমেরিকা, ব্রিটেনসহ যারা আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছে, এটা আমাদের প্রেরণার উৎস।
জনগণের প্রতি ভোট বর্জনসহ চলমান অসহযোগ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, 'সামনের নির্বাচন সবাই মিলে আমরা বর্জন করব। সব হুমকি, চোখ রাঙানির মুখে আমরা নির্বাচন বর্জন করব। আমরা প্রতিরোধ গড়ব, রুখে দাঁড়াব। চলমান অসহযোগ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে আমরা প্রতিটি বিষয়ে না করব।
বাংলাদেশ সময়:০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ইএসএস/এসএম