ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সরিষাবাড়িতে ডা. মুরাদের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর, সংঘর্ষে আহত ৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
সরিষাবাড়িতে ডা. মুরাদের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর, সংঘর্ষে আহত ৮ 

জামালপুর: জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে আহত হয়েছেন আটজন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাড়িয়াপাড়া এলাকায় নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পাশে থাকা ডা. মুরাদ হাসানের নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।  

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে৷ আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আটজন আহত হন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।